- Refund policy
- Privacy policy
- Terms of service
- Affiliate Partner
- Exchange Policy
© 2024 Craft n Creations. All rights reserved.
বেবি নেস্ট বেড একটি মসৃণ এবং নিরাপদ স্থান দেয় যা দুর্ঘটনাজনিত দম বন্ধ হয়ে যাওয়া বা প্রাপ্তবয়স্কদের সাথে বিছানায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুকি হ্রাস করে।
একটি শিশু বেবি নেস্ট বিছানায় মায়ের গর্ভে থাকার অনুভূতি দেয়। শিশু নিজেকে নিরাপদ মনে করে এবং এতে শিশুর ভালো ঘুমে সহায়তা করে।
শিশুদেরকে তাদের পিঠে ভর দিয়ে ঘুমাতে অভ্যস্ত করে, যা চিকিৎসা বিশেষজ্ঞরা সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোমের (SIDS) ঝুঁকি কমাতে সুপারিশ করেন।
বেবি নেস্ট বেডগুলি হালকা ওজনের এবং বহনযোগ্য, যা যে কোন জায়গায় নেওয়া যায় যাতে করে মা কাজের সময় শিশুকে একটি নিরাপদ ঘুমের পরিবেশ নিশ্চিত করতে পারে এবং যা কাজের সময় শিশুকে কাছে রাখতে সাহায্য করে।
শিশুকে পিতামাতার সাথে সহ-ঘুমানো থেকে তাদের নিজস্ব জায়গায় স্বাধীনভাবে ঘুমাতে সাহায্য করে, শিশু এবং পিতামাতা উভয়ের জন্য স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস তৈরি করে।
বেবি নেস্ট বেডে শ্বাস-প্রশ্বাসের উপকরণ এবং তাপমাত্রা-নিয়ন্ত্রক বৈশিষ্ট্য রয়েছে, যা বিভিন্ন আবহাওয়ায় শিশুর জন্য সর্বোত্তম আরাম নিশ্চিত করে।
একটি শিশুর বাসার বিছানায় শিশুর মাথা সামান্য উঁচু করা অ্যাসিড রিফ্লাক্সের উপসর্গগুলি কমাতে সাহায্য করতে পারে, যা শিশুর জন্য স্বস্তি এবং ভালো ঘুমের গুণমান প্রদান করে।
শিশুর ইউরিনের কারণে কাপড় ও বিছানা অপবিত্র হয়ে যায় তাতে বিছানা দুর্গন্ধ যেমন হয় ঠিক তমন ইবাদতে ব্যাঘাত ঘটে।
আপনি আপনার অথবা আপনার প্রিয়জনের পছন্দের দুইটি কালারের প্রিন্টে বেবি বেড তৈরি করে নিতে পারবেন।
রাসুল (সাঃ) ইরশাদ করেছেন,
নবী করিম (সা.)-এর সহধর্মিণী আয়েশা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একটি বালিশ বা গদি কিনে এনেছিলাম, যার মধ্যে ছবি ছিল। যখন রাসুলুল্লাহ (সা.) সেই ছবিটি দেখলেন, তিনি দরজার বাইরে দাঁড়িয়ে গেলেন; ভেতরে প্রবেশ করলেন না। আমি বুঝতে পারলাম যে তাঁর চোখে এটা অত্যন্ত অপছন্দনীয় ব্যাপার। আমি বললাম, হে আল্লাহর রাসুল! আমি আল্লাহর কাছে তাওবা করছি এবং তাঁর রাসুলের কাছে ফিরে আসছি। আমি কী অন্যায় করেছি? তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, এ গদি কিসের জন্য? আমি বললাম, এটা আপনার জন্য খরিদ করে এনেছি, যাতে আপনি বসতে পারেন এবং হেলান দিতে পারেন। তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, এই ছবি নির্মাতাকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে এবং বলা হবে, যা তুমি সৃষ্টি করেছ তার প্রাণ দাও এবং তিনি আরো বলেন, যে ঘরে প্রাণীর ছবি থাকে, সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। (সহিহ বুখারি, হাদিস : ৫১৮১)
সম্পূর্ণ বেবি নেস্ট হ্যান্ড মেক এবং প্রতিটি বেবি বেড কিছুটা পরিবর্তন করে ইউনিক করে তৈরি করা হয়।
প্রতিটি বেবি বেড ডাক্তারের নির্দেশিকা মতে আধুনিক ডিজাইনে তৈরি।
প্রতিটি বড সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এবং দুই পাশ ব্যবহার উপযোগী করে তৈরি।
কোন অগ্রিম টাকা ছাড়াই প্রি – অর্ডারের মাধ্যমে গ্রাহকের পছন্দ শুনে এর পরেই বেবি নেস্ট তৈরি করা হয়। পণ্য হাতে পাওয়ার পরেও আমাদের সেবা চলমান থাকে।
বেবি বেড আপনার বাসায় পৌঁছে যাবে ( উক্ত এলাকায় কুরিয়ার কোম্পানির সার্ভিস থাকা সাপেক্ষে )।
আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি।
সমমূল্য বা তার বেশি মূল্যরে একই ক্যাটাগরির প্রোডাক্ট পরবর্তীতে এক্সেঞ্জ করে নিতে পারবেন।
ব্যবহৃত পণ্য ফেরত ও যে পণ্য নিতে চান তার ৬০% মূল্যপরিশোধ করে এই সুবিধা নিতে পারবেন।
আধুনিক ডিজাইন ও সম্পূর্ণ হ্যান্ড মেক বেবি বেড আপনার পছন্দের কালারে তৈরি করে নেওয়ার সুবিধা আপনাকে দেবে প্রিমিয়াম ফিল।
সম্পূর্ণ কাস্টোমাইজ বেবি নেস্ট বেড প্যাকেজটিতে যা যা পাচ্ছেন –
© 2024 Craft n Creations. All rights reserved.